রূপসা প্রতিনিধি : চতুর্থ অধ্যক্ষ আলমগীর কবীর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রূপসা উপজেলার কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শেখ মাফতুন আহমেদ রাজা। সঞ্চালনায় ছিলেন বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমাদুল কবীর সাইনিজ। প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। খেলায় শহীদ মনসুর স্মৃতি একাদশ বনাম তেরখাদা একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় মনসুর স্মৃতি একাদশ ১-০ গোলে তেরখাদা একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। একমাত্র গোলটি করে বিজয়ী দলের ৭নং জার্সি পরিহিত হৃদয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর জাহান, রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবীর, এমএম মুজিবুর রহমান, ফ,ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকূল, জামিল খান, তৈয়ব হাসান সামছুজ্জামান, এ মনসুর আজাদ, রবিউল ইসলাম পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, শাহজাহান কবির প্যারিস, মোর্শেদুল আলম বাবু, সরদার আবুল কাশেম ডাবলু, অধ্যাপক শ্যমল কুমার দাশ, ইমদাদুল ইসলাম, এসএম হাবিব, আক্তার ফারুক, মোল্যা দেলোয়ার হোসেন দিলু, বাবলু কুমার আশ, মাইনুল ইসলাম টুটুল, বিনয় কৃষ্ণ হালদার, শেখ মইনুদ্দিন, জুলফিকার আলী, জি এম কামরুজ্জামান, এম এ মালেক, ইলিয়াস হোসেন, মোঃ ফরিদ আহম্মেদ, অঞ্জন, কাজল, হুমায়ুন প্রমুখ। খেলা পরিচালনায় ছিলেন কামাল আহম্মেদ, মনির আহম্মেদ ঢালী, আজিজুর রহমান বাবলু, বাশির আহম্মেদ লালু। ম্যান অফদা ম্যাস নির্বাচিত হন একমাত্র গোল দাতা হৃদয়।