রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা পরিষদের নবাগত নির্বাহী অফিসার কহিনুর জাহান মঙ্গলবার বেলা ৩টায় পূর্ব রূপসাস্থ শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাদ হোসেন, মো: ফরিদুজ্জামান, এস এম ওয়াহিদুজ্জামান, আনিসুর রহমান, গোলাম মোস্তফা, মো: সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন চৌধুরী, আব্দুল মজিদ ফকির, এস এম মাহবুবুর রহমান, আল মাহমুদ প্রিন্স, মো: বেনজীর হোসেন, সাংবাদিক আবু হারুনার রশিদ ও মোস্তাফিজুর রহমান। দোয়া পরিচালনা করেন সিএন্ডবি জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো: আবু মুসা।