রূপসা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন অগ্মি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সকল স্তরে যখন উন্নয়ন অব্যাহত আছে। আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে বিধায় তারা দেশকে অরাজকতার দিকে ধাবিত করছে। তাদের এ হেন কর্মকাণ্ডকে মোকাবেলা করতে তৃনমূল সহ সকল পর্যায়ের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। তিনি বলেন বঙ্গ কন্যা শেখ হাসিনার তুলনা তিনি নিজেই। তার বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশে সকল স্তরে বিভিন্ন প্রকার ভাতা চলমান আছে। ভাতাভোগীরা এখন ঘরে বসেই ভাতার সুবিধা পাচ্ছে। তিনি আরও বলেন একারনে আগামী সংসদ নির্বাচনে দেশের জনগণ ভোটের মাধ্যমে পুনরায় আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।
তিনি রোববার বিকালে রূপসা উপজেলার সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার কর্তৃক গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে রূপসা উপজেলার প্রত্যক্ষ উপকারভোগীদের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (গোপন শাখা) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আইচগাতী ইউপি চেয়ারম্যান মো: আশরাফুজ্জামান বাবুল।