জন্মভূমি রিপোর্ট
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের শোলপুর-যুগিহাটী বাদামতলা মাঠে ১১ দিন ব্যাপী পোর্ট সিটি টি-২০ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২১ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে আইমান স্পোর্টসকে পাঁচ উইকেটে পরাজিত করে রাইজিং ক্রিকেটার্স কোয়াটার ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা কমিটি’র সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। আইচগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম (বুলু) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তখন আওয়ামী লীগ-এর জেলা কমিটি’র ও স্থানীয় কয়েকজন নেতাসহ গণ্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টচে জিতে আইমান স্পোর্টস ব্যাটিংয়ে নামে। তারা সব কটি উইকেট হারিয়ে ১শ’ ৪২ রান করতে সক্ষম হন। প্রতিপক্ষ রাইজিং স্পোর্টস ১শ’৪৩ রানের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা পাঁচ উইকেট হাতে থাকতে লক্ষ্য পূরণে সক্ষম হন। উভয় দলের ব্যাটস্ ম্যানরা চার-ছক্কার ঝড়ে দর্শকদের বিমোহিত করে তুলেছিলেন। বিজয়ী দলের পিয়ার আলী অর্ধশত রান করে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার কৃতিত্ব অর্জন করেন। খুলনা জেলা আম্পেয়ার এ্যাসোসিয়েশনের মিরাজ এবং নাসির আম্পেয়ারের দায়িত্ব পালন করেন।
আয়োজক কর্তৃপক্ষের সভাপতি মোঃ রিয়াজুল করিম দৈনিক জন্মভূমিকে বলেন, টুর্নামেন্টে মোট ১৬ টি টিম অংশ নিয়েছে। আজ বুধবার সকাল ৯ টায় বন্ধন ক্রিকেট একাডেমি বনাম আবাহনী ক্রিকেট একাডেমি’র খেলা অনুষ্ঠিত হবে।