লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজলার প্রানকেন্দ্রে অবস্হিত নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২ জানুয়ারী) কলেজ চত্বরে ক্রীড়া শিক্ষক স্বপা রানী বিশ্বাসের সার্বিক তত্বাবধানে ও প্রভাষক শেখ শরিফুল ইসলামের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য (জিবি সদস্য) শেখ নজরুল ইসলাম, মো: বাদশা শেখসহ প্রমূখ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।