লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) পক্ষ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে এনপিপি লোহাগড়া উপজেলা যুব ফ্রন্টের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি লোহাগড়া উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সি এন্ড বি চৌরাস্তা এলাকায় এসে শেষ করে।
মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় তিনি তার বক্তব্য বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আ.লীগ সরকারের বিরুদ্ধে জুলুম, অত্যাচার সহ্য করে আন্দোলন, সংগ্রাম, লড়াই করেছি। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী জোটের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করেছিলাম। এবারও নড়াইল-২ আসন থেকে জাতীয়তাবাদী জোটের পক্ষ থেকে নির্বাচন করবো। তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ২০১৮ সালে দল থেকে যারা মনোনয়ন পেয়েছিলেন এবারও তারা নমিনেশন পাবে। যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল এবং নির্যাতনের শিকার হয়েছেন তারাও নমিনেশন পাবে।
এছাড়াও তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সকল উপদেষ্টাদের নিকট দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনপিপির ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এনপিপি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শওকত হোসেন, এনপিপি নড়াইল জেলার সভাপতি শরিফ মনির হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি মোঃ মেহেদী হাসান প্রমুখ।