লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মধ্যপাড়া স্লূইস গেট সংলগ্ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী কে এম ফয়জুল হক রোমের আনারস প্রতিকের সমর্থনে নির্বাচনী অফিস ভাংচুর ও পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ ই মে) রাত সাড়ে ৮ টার দিকে এ নির্বাচনী অফিস ভাংচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটে।
ঘাঘা গ্ৰামের জাকা বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস ও মনু বিশ্বাসের ছেলে এলাক বিশ্বাসসহ আরও ১০/১২ জনের একদল দূর্বৃত্ত আনারস প্রতিকের নির্বাচনী অফিস ভাংচুর ও পোষ্টার ছিঁড়ে ফেলেছে-এমন অভিযোগ একই গ্রামের আনারস মার্কার সমর্থনকারী মজিবর মোল্লা ও আনজু লস্করের।
প্রত্যক্ষদর্শী মুজিবর মোল্লা ও আনজু লস্কর গণমাধ্যমকর্মীদের বলেন , ভাংচুরের খবর পেয়ে আমরা দৌড়ে এসে দেখি, জিয়া বিশ্বাস ও এলাক বিশ্বাসের সাথে আরও ১০/১২ জন আনারস প্রতিকের অফিস ভেঙ্গে দিয়ে চলে যাচ্ছে। আমরা বয়স্ক মানুষ তাদেরকে কিছু বলতে পারিনি, শুধু দেখলাম। কিন্তু নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে এমনটা আমরা চাই না। নির্বাচনে যে যাকে পছন্দ করে, সে তাকেই ভোট দিবে। এ নিয়ে অফিস ভাঙচুর করা শোভনীয় কাজ নয়।
এ বিষয় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২১মে অনু্ষ্ঠিতব্য লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে এম ফয়জুল হক রোম।