লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় শালনগর ইউনিয়নের মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রকে হাতুড়ী পেটা করে মারাত্মক আহত করেছে প্রতিবেশী পিতা–পুত্র। গত রোববার সকাল ৯ টার দিকে জয়পুর লাহুড়িয়া রোডে আফিল গেট বাজারে এঘটনা ঘটে। আহত কলেজছাত্র নাহিদ মোল্যা (২১) চর–শালনগর গ্রামের বাশার মোল্যার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউপির চর–শালনগর গ্রামে বাশার মোল্যার ছেলে ও লাহড়িয়া আহাদ কলেজের ছাত্র নাহিদ মোল্যার সাথে একটি মেয়েকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী চেরাগআলী পরিবারের দ্ব›দ্ব চলে আসছিল।
আহত নাহিদের বোন রোজিনা বেগম বলেন, আমার ভাই নাইদ রোববার সকালে মাকড়াইড় বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী চেরাগআলী ও তার ছেলে ইনামুল তার গতিরোধ করে হাতুড়ী দিয়ে এলোপাতাড়ী ভাবে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে। আমরা খবর পেয়ে আমার ভাই নাহিদকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছি। এর পূর্বে ও আমার ভাইকে ওই একই পরিবার বিনা কারণে মারপিট করেছিল। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।