লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সমবায় সমিতির ব্যবস্থাপনা সংক্রান্ত দিনব্যাপী গ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদ হল রুমে দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা সমবায় দপ্তরের কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা গ্রাম্য আদালত সমন্বয়কারী রেজমিন সুলতানাসহ বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সমিতির সদস্যদের মধ্যে উপজেলা সমবায় সমিতির উদ্যোগে চেক বিতরন করা হয়।