লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা পূর্বপাড়া গ্রামে তবিবার মৃধার ছেলে রুবেল মৃধা (২৮)ও আজিজার মৃধার স্ত্রী যমুনা বেগম (৫৫) কে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে।
বৃহস্পতিবার ২ নভেম্বর রাতে জমিজমার বিরোধের জের ধরে যমুনা ও রুবেল আমাদা পূর্ব পাড়া গোলজার মৃধার বাড়ি যাওয়ার পথে আমাদা পূর্বপাড়া ইউছুব মোল্যার দোকানের নিকট পৌছালে ওই গ্রামের মৃত মকবুল মোল্যার ছেলে মন্টু মোল্যা,মফিজ মোল্যা, হাবিবুর মোল্যা,হাফিজ মোল্যার ছেলে সোহাগ মোল্যা,মফিজ মোল্যার ছেলে মোস্তাকিম মোল্যা সহ ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক যখম করে দ্রুত পালিয়ে যায়। আহত রুবেল ও যমুনা বেগমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন ঘটনা শুনেছি এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত মামলা হয় নাই তবে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।