লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন শ.ম. ওহিদুর সরদার। গক শুক্রবার দুপুর ১টায় দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের নির্বাচিত সদস্যদের কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হন শ.ম. ওহিদুর সরদার।
শ.ম. ওহিদুর রহমান নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মৃত. হাতেম সরদারের ছোট ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত। ওহিদুর সরদার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, আশরাফুল আলম, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।