শরণখেলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকের ধাক্কার ইসরাত জাহান ইভা (৬) নামে এক শিশু মারা গেছে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। বৃহস্পতিবার (২৬জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার নলবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান ইভা উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আবু হানিফের মেয়ে। শিশুটি স্থানীয় একটি হিফজুল কুরআন মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়তো।
প্রত্যক্ষদর্শী মো. আকরাম হোসেন জানান, মেয়েটি রাস্তার একপাশ থেকে অপর পাশে যাচ্ছিল। এরই মধ্যে মোরেলগঞ্জগামী দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি মেয়েটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পরে স্থানীয় লোকজন ইজিবাইকটি ধাওয়া করে ধরার চেষ্টা করলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘাতক ইজিবাইক চালকের নাম-ঠিকানা জানা যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ইজিবাইকটিও জব্দ করা হয়েছে। চালককে ধারার চেষ্টা চলছে।
শরণখেলায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
Leave a comment