শরণখোলা আঞ্চলিক অফিস: শরণখোলায় বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ধানসাগর ইউনিয়নের বাধাল গ্রামের লাল মিয়া সরদারের পুত্র।
নিহত দুলালের বড়ভাই আব্দুর রব সরদার বলেন , বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে তার ভাই নিজের জমিতে সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক মোটর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় সে তড়িতাহত হয়ে পড়ে । তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ কেয়ামনি বলেন, সকাল ১০টার তড়িতাহত দুলালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, বিদ্যুৎ স্পৃষ্ঠে লোক মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত ব্যক্তির শরীরে কোন সঠিক চিহ্ন না পাওয়ায় মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে। এবিষয় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু
Leave a comment