জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের শরণখোলায় পাঁচ শতাধীক অসহায় শীতার্তকে কম্বল দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা মোড়ে অবস্থিত ব্যাংকের শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়।।
কম্বল বিতরণ অনুষ্ঠানে শরণখোলা উপজেলা পরিষদের চেয়রাম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ব্যাংকের খুলনা জোনের প্রধান কর্মকর্তা আবু সাইয়েদ মো. আব্দুল মান্নাফ, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদ মহিদুল ইসলাম, সাংবাদিক মাহফুজুর রহমান বাপ্পি, ব্যাংকের শরণখোলা শাখা ব্যবস্থাপক মো. সোহেল রানা প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অথিতিরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ছিন্নমূল, শ্রমজীবী, ভ্যান-রিকশা চালকসহ বিভিন্ন ধর্মের পাঁচ শতাধিক দুঃস্থ নারী-পুরুষের হাতে শীত নিবারণের এই কম্বল তুলে দেন।
শরণখোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Leave a comment