জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের শরণখোলায় বোরো মৌসুমকে সামনে রেখে সার ও কীটনাশকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার (১১জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে বিসিআইসি ও খুচরা সার ডিলারদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মশিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, বিসিআইসি সার ডিলার স্বপন কুমার নাগ, শহিদুল ইসলাম ও সরোয়ার হোসেন। এছাড়া, উপজেলার চারটি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডের খুচরা সার ডিলার ও তাদের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।
আসন্ন বোরো মৌসুমে কৃষকরা যাতে ন্যায্যদামে সার-কীটনাশক পায় সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয় উপস্থিত সকল ডিলার ও তাদের প্রতিনিধিদের। এছাড়া, সুন্দরবনসংলগ্ন এলাকার সার-কীটনাশক ব্যবসায়ীরা যাতে জেলেদের কাছে কোনোপ্রকার কীটনাশক বিক্রি না করে সেব্যাপারেও শতর্ক করা হয়।
শরণখোলায় সার-কীটনাশক ডিলারদের নিয়ে সভা
Leave a comment