শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ী বাজারে আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে। শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ওই রাতে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
পুড়ে যাওয়া এসব ঘরের মধ্যে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও খ্যাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার পলাশ মাহামুদের একটি মাছের আড়ৎ, একটি মেশিনারী যন্ত্রাংশ, একটি মৎস্য আহরণের জালের দোকান, একটি চাল বিতরণের অফিস এবং বিধান হালদারের একটি ফার্নিচারের দোকান ছিল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পলাশ মাহমুদ জানান, আগুনে তার খাদ্যবন্ধব কর্মসূচীর গুদাম ঘরে থাকা প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র, মেশিনারী পার্টস, জাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফার্নিচার ব্যবসায়ী বিধান হালদার জানান, তার দোকানে তৈরী করা বিভিন্ন আসবাবপত্র, কাঠ, আসবাব তৈরীর মেশিনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের বারপ্রাপ্ত কর্মকর্তা মেশফাকুল আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন গেলেছে বলে ধারণা করা হচ্ছে। সময়মতো আগুন নিয়ন্ত্রন করায় বাজারটি বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
শরণখোলায় ৪ দোকান আগুনে পুড়ে ছাই
Leave a comment