শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নে চোরদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। চোরদের কবল থেকে মসজিদও রেহাই পাচ্ছে না । ক্রমাগত চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে চোরের আতংক বিরাজ করছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মধ্য খোন্তাকাটা গ্রাম থেকে একটি ব্যাটারী চালিত ইজিবাইক চুরি হয়েছে।
গ্রামবাসীরা জানান, গত এক সপ্তাহের মধ্যে খোন্তাকাটা এলাকায় দুইটি মসজিদ, একটি বসতঘর, দুইটি দোকান ও একটি ইজিবাইক চুরি হয়েছে। মধ্য খোন্তাকাটা গ্রামের বাসিন্দা শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা সাংবাদিকদের বলেন, ৩১ আগষ্ট রাতে মধ্য খোন্তাকাটা গ্রামের মধু খানের একটি ইজিবাইক, ৩০ আগস্ট রাতে ফুল মিয়া হাওলাদারের বসত ঘরের মালামাল, বাদশা চেয়ারম্যান বাড়ির জামে মসজিদের মাইকের ৩টি ব্যাটারী ও সাউণ্ড সিষ্টেম,২৩ আগস্ট রাতে খোন্তাকাটা চারারপাড় গ্রামের খানবাড়ী জামে মসজিদের দুইটি ব্যাটারী,দুইটি মাইকসেট এবং এর দুই দিন আগে চৌমোহানা হাটের দুইটি দোকানের মালামাল রাতের আধারে চোরেরা চুরি করে নিয়ে গেছে। বর্তমানে চোরের আতংক মানুষ রাতে ঘুমাতে পারেনা। একটি চিন্হিত চোর চক্র বেপরোয়াভাবে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে ঐ সহকারী অধ্যাপক জানিয়েছেন।
২নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, গত কয়েক দিন যাবত এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটেছে।চোর ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, খোন্তাকাটায় একটি ইজিবাইক চুরির খবর পাওয়া গেছে। চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং মানুষকে সচেতন করার জন্য এলাকায় আইন শৃঙ্খলা মিটিং করা হচ্ছে।
শরণখোলার পল্লীতে চোর আতংক
Leave a comment