শরণখোলা আঞ্চলিক অফিস
শরণখোলা থেকে চুরি হওয়া চোরাই গরুসহ দুইজনকে থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলার চটেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গত ২২ ফেব্রুয়ারী উপজেলার মঠেরপাড় গ্রাম থেকে বাচ্চু খলিফার ৩টি এবং শাহজামাল হাওলাদারের ১ টি গরু চুরি হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলার চটেরহাট বাজার থেকে দুটি গরু উদ্ধার সহ দুইজনকে আটক করে। এরা হচ্ছে রামপালের পেড়িখালী গ্রামের আফছার শেখের পুত্র আসাদ শেখ (৫০) ও মোংলার সাহেবেরমেঠ গ্রামের হুমায়ূন কবীর শেখের পুত্র জুয়েল শেখ (৪৫)। আটককৃত ব্যক্তিরা চোরাই গরু বিক্রি করতে চটেরহাট বাজারে নিয়ে এসেছিলো বলে পুলিশ জানায়।
এব্যপারে গরুর মালিক বাচ্চু খলিফা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন এবং গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়েছে বলে থানার ওসি জানান।
শরণখোলায় চোরাই গরুসহ দুইজন গ্রেফতার
Leave a comment