শরণখোলা আঞ্চলিক অফিস
শরণখোলায় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তালুকদার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল উপজেলার খাদা গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সরোয়ার হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার ভাইয়ের শিশুপুত্রের সাথে প্রতিবেশি শিশুর মারামারি হয়। বিষয়টি জানার জন্য প্রতিবেশী হোসেন তালুকদার এর কাছে গেলে হোসেন তালুকদার ও তারপুত্র মামুন তালুকদার তারা অতর্কিতে লোহার রড ও লাঠি নিয়ে তার উপরে ঝাপিয়ে পড়ে মারধর করে এতে সে গুরুতর আহুত হয়। পরে তার স্বজনেরা তাকে ও তার ভাইয়ের শিশু পুত্র ওমর ফারুক (১২) কে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
আহত সরোয়ার তালুকদার রায়েন্দা ইউনিয়ন পরিষদের মেম্বার এবং খাদা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।