জন্মভূমি রিপোর্ট
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভবনটি জরাজীর্ণ অবস্থা। দীর্ঘদিন সংস্কার না করায় ভাগাড়ে পরিণত হয়েছে। যার কারনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্লান্টের জরুরী সংস্কার না করলে বড়ধরনের দূর্ঘটার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।
হাসপাতালের উপসহকারী প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম জানান, প্লান্টের জরাজীর্ণ অবস্থার কারনে গত ২২ এপ্রিল শর্ট সার্কিট হয়ে আগুন ধরে পানির মটর জ্বলে যায়। নিজেরা সে আগুন নিভিয়ে নতুন করে আবার মটর কিনে পানির ব্যবস্থা করেছেন। এ ছাড়া ওয়াটার ট্রিটমেন্টের ভবনের চালের টিন ফুটো হয়ে গেছে। সে ফুটো দিয়ে পানি পড়ে। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। দেয়াল ঘেষে ইলেক্ট্রিক তার ঝুলে আছে । সব কিছু মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি ভবনটির। এ ব্যাপারে খুলনা গণপূর্ত-১ দপ্তরের নির্বাহী প্রকৌশলীর বরাবর ৩ বার চিঠি দেয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি গণপূর্ত বিভাগ। এ বিষয়ে হাসপাতালের উপ পরিচালক ডাঃ এস এম মোর্শেদ আহমেদ জানিয়েছেন, গণপূর্ত-১ বিভাগের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম গত (মঙ্গলবার) বিশেষ ভাবে বলার পর অবকাঠামো পরিদর্শনে আসেন। তিনি প্লান্টের শেড পরিদর্শন করে মেরামতের প্রতিশ্রæতি দিয়েছেন। এব্যাপারে গণপূর্ত-১ বিভাগের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম জানান, শুক্র ও শনিবার দুই দিন ডায়ালাইসিস বন্ধ থাকে এর মধ্যে টিন পরিবর্তন ও দেয়াল প্লাস্টার কওে দেবেন। হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট জরুরী বিষয় হলেও এটি হাসপাতাল তৈরীর সময় কেন ডায়ালাইসিসেন জন্য আলাদা রুম তৈরী হয়নি। এমন প্রশ্ন রোগী তাদেও, এমন কি হাসপাতাল কর্তৃপক্ষেরও। তাই হাসপাতালের নঁকশায় ভুল না থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান করেনি। বিষয়টি খতিয়ে দেখার দাবি রোগীর স্বজনদের।