
শহিদ জয়, যশোর : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেখানো পথ ধরে নিজ নির্বাচনী এলাকার নতুন ভোটার শুভাকাঙ্ক্ষী সহ ২(দুই) লাখ ১৫(পনের) হাজার ভোটারকে ভয়েস কল পাঠিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোস্তফা আশীষ ইসলাম।
জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ।
বুধবার (১৮ অক্টোবর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনে এক বার্তায় মোস্তফা আশীষ ইসলাম এই তথ্য জানান, সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত একটানা আমার( মোস্তফা আশীষ ইসলাম) ২(দুই) লাখ ১৫(পনের) হাজার জনের মোবাইলে বার্তা প্রেরণ করা হয়েছে।স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরাও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
মোস্তফা আশীষ ইসলামের বার্তায়, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের নিষ্পাপ শিশু রাসেলও রেহাই পায়নি। অবুঝ শিশু রাসেল সেদিন কান্নাজড়িত কণ্ঠে ঘাতকদের বলেছিল, ‘আমি মায়ের কাছে যাব।’ পরে মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কণ্ঠে জোর মিনতি করে বলেছিল, ‘আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দাও।’ ছোট্ট নিষ্পাপ শিশুর আকুতিও নরপশুদের মন গলাতে পারেনি। মাত্র ১০ বছর ৯ মাস ২৭ দিন বয়সে এই প্রতিভাবান শিশুর জীবনপ্রদীপ নিভে যায়। ছোট রাসেল সোনার ৬০ তম জন্মদিন আজ। তার মতোই প্রতিভাবান হোক বাংলার পরতিটি শিশু। মোস্তফা আশীষ ইসলাম, সদস্য যশোর জেলা আওয়ামী লীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু” বাংলাদেশ চিরজীবী হোক।”