জন্মভূমি রিপোর্ট
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবীর বালুর ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দৈনিক জন্মভূমি ও দৈনিক রাজপথের দাবী পরিবারের পক্ষে নেয়া কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাতে দৈনিক জন্মভূমি ভবনে স্থাপিত ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দৈনিক রাজপথের দাবীর সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাব সভাপতি এস এম জাহিদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি একে হিরু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, দৈনিক জন্মভূমির প্রধান প্রতিবেদক সোহরাব হোসেন, খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুনীল দাস, টিভি রিপোটার্স ইউনিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, দৈনিক জন্মভূমির বিশেষ প্রতিনিধি ও দীপ্ত টিভির খুলনা বিভাগীয় প্রধান ইয়াসীন আরাফাত রুমী, ইন্ডিপেন্ডেন্ট টিভির খুলনা ব্যুরো প্রধান এইচএম শামীমুজ্জামান, সাংবাদিক নেতা আসাদুজ্জামান রিয়াজ, আমাদের সময়ের খুলনা ব্যুরো প্রধান এসএম কামাল হোসেন, দৈনিক জন্মভূমির মফস্বল সম্পাদক মো: আনিস উদ্দিন, স্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদ, প্রধান চিত্র সাংবাদিক দেবব্রত রায়, এজাজ আলী, মামুন খান, এম সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, সুমন দে, সাংবাদিক দিলীপ বর্মন, আমানুল্লা ইউনুস, খ ম শাহীন হোসেন, তানজির মিয়া তানি, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলামসহ দৈনিক জন্মভূমি ও রাজপথের দাবী পরিবারের সকল সদস্যবৃন্দ।
শহীদ হুমায়ূন কবীর বালুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
Leave a comment