শহিদ জয়, যশোর : যশোরের শার্শার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন ও মাসুদের চাঁদাবাজিতে অতিষ্ঠ বাগআঁচড়া ইউনিয়নবাসী। দফায় দফায় তাদের নেতৃত্বে বাগআঁচড়ায় গড়ে উঠেছে একদল পেটুয়া বাহিনী। এই বাহিনীর ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে না অনেকেই। এমন অভিযোগ করেছে এলাকার নারী পুরুষেরা। তারা স্থানীয় যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য একনিষ্ঠ ও একান্ত আস্থাভাজন আওয়ামী ক্যাডার
কুদ্দুস বাহিনির নিয়ন্ত্রিত। আওয়ামী লীগের পতনের পরও তারা আগের মতই চাঁদাবাজি ও দখলদারি চালু রেখেছেন।
কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতা কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের রাকিবুল হাসান রিপন ও মাসুদের নেতৃত্বে গত ৫ই ডিসেম্বরে বাগআঁচড়া এলাকার তৌহিদ, উজ্জ্বল, সবিনুর, সাগর, রনি, আনারুল দর্জির ছেলে শাকিব, কাট জাহিদসহ এই পেটুয়া বাহিনী চাইনিজ কুড়াল ও বোমা নিয়ে মহড়া দিতে দেখা যায়। অস্ত্রশস্ত্র নিয়ে তারা বাগআঁচড়া ঘোষপাড়ার মাঠে সাবেক চেয়ারম্যান বকুলে জমি থেকে বড় সাইজের ২০টি মেহগনি গাছ কেটে নেয়। পরে বিষয়টি আড়াল ও অন্য ক্ষাতে নিতে যুবদল নেতা মাসুদের নেতৃত্বে ৮/১০ জনের একটি টিম বাগআঁচড়া বাজারে দিনভর চাইনিজ কুড়াল বোমা নিয়ে মহড়া দিতে দেখা যায়। পরে বকুলের বাড়ি ভাংচুর করলে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখানেই তারা ক্ষান্ত না হয় গত ১৯ শে ডিসেম্বর কয়েকজন গরিব মহিলার কাছ থেকে ভিজিডির ২০ বস্তা চাল ছিনতার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা দিলে নড়েচড়ে বসেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য রনি হোসেন ও ফারুক হোসেন পাটোয়ারীকে দলীয় পদ থেকে স্থগিত করেন জেলা স্বেচ্ছাসেবক দল।
যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিবুল ইসলাম রিপনের কাছে মুঠোফোনে ফোন দিলেও মোবাইল ফোন রিসিভ করেননি।