খানজাহান আলী থানা প্রতিনিধিঃ শিরোমণি বাজার চাউলপট্টি রোর্ড ইজিবাইক চালক সমিতির সভাপতি আবুল হোসেনের(৬০) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আবুল হোসেন শিরোমণি দক্ষিণপাড়ায় আছরের নামাজ শেষে মসজিদ থেকে বাহির হলে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ লোহার রড ও হাতুড়ী নিয়ে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আহত আবুল হোসেনের পুত্র মোঃ আলামিন বাদি হয়ে সংশ্লিষ্ট থাকায় একটি অভিযোগ করেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, খানজাহান আলী থানাধিন শিরোমণি বাজার চাউলপট্টি রোর্ডের ইজিবাইক চালক সমিতির সভাপতি আবুল হোসেনের সাথে বাজারের ইজিবাইক রাখাকে কেন্দ্র করে জনৈক আরিফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহতির ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় পর্যায়ে মিমাংসা করার চেষ্টা করে ব্যার্থ হয়। পরবর্তিতে ৫ জুলাই ইজিবাইক চালক আবুল হোসেন শিরোমণি দক্ষিণপাড়া মসজিদে আছরের নামাজ পড়ে বাহির হলে ওৎপেতে থাকা শিরোমণি দক্ষিণপাড়ার মৃত সামছু দায়ের পুত্র মোঃ সোহেল ও ইকবাল হোসেন, মৃত শাহাজান দায়ের পুত্র বর্ষণ, আরিফ দায়ের পুত্র হৃদয় সংঘবদ্ধভাবে এলোপাতাড়ী ভাবে কিল ঘুষি এবং লোহার রড ও হাতুড়ী দিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় ও মুসল্লিরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, শিরোমণি দক্ষিণপাড়া ফকির বাড়ীর আবুল হোসেনের পুত্র মোঃ আলামিন হোসেন একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শিরোমণি ইজিবাইক চালক সমিতির সভাপতি হাতুড়ীর আঘাতে রক্তাক্ত জখম

Leave a comment