খানজাহান আলী থানা প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধিন শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষ থেকে সিলিং ফ্যান চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোসাঃ কবিতা পারভীন জানান, শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত নতুন ভবনের প্রথম তলার ৩নং কক্ষের তালা খুলে একটি সিলিং ফ্যান কে বা কারা চুরি করে নিয়ে গেছে। গত ৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয়ের শিক্ষক মৌসুমি মন্ডল নতুন ভবনের রুমগুলো চেক করতে গিয়ে দেখে নিচতলার ৩নং কক্ষের তালা খোলা এবং রুমের সিলিং ফ্যানটি কে বা কারা চুরি করে খুলে নিয়ে গেছে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়রী করেছে।