সঙ্গীত জগতের নতুন প্রজন্মের উপমা, ‘ক্লোজ আপ ওয়ান’ তারকা, নন্দিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিনা আবিদ শাহরিয়ার বাপী ১৯৮৬ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন। আজ এই ক্ষণজন্মা শিল্পীর ৩৪তম জন্মদিন। মাত্র ২৫ বছর বয়সে ২০১১ সালের ২৯ জুলাই শিল্পী আবিদ কক্সবাজার সমুদ্র সৈকতে সলিল সমাধিতে চিরবিদায় নেন। শিল্পী আবিদের উচ্চারণ ছিল ‘আমি গান করি দেশের জন্য, দেশের মানুষের মুখে হাঁসি ফোটাবার জন্য’। আমাদের সবচেয়ে তর”ণ সমাজ যখন উগ্র ভোগবাদীত্বের কারণে বিপদগামী, সঠিক রাজনীতি, অর্থনীতি, সুস্থ সংস্কৃতি চর্চা আর আদর্শ শিক্ষা ব্যবস্থার অভাবে চারিপাশে অন্ধকার ক্রমশ: ঘনীভ‚ত হয়ে আসছে, ঠিক এমনই এক সময়ে বিভ্রান্ত বিমূঢ় তর”ণ সমাজের যোগ্য প্রতিনিধি, মননে ও চেতনায় অন্তর্গত আলো জ্বেলে হাল ধরেছিলেন উজান ¯্রােতে। দেশবোধে উজ্জীবিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সংস্কৃতির ঐতিহ্য ও আধুনিকতার যোগসূত্র বিনির্মাণে ব্রতী হয়েছিলেন। সর্বোপরি শিল্পী আবিদে ভাবনা ছিল, দেশ আর দেশের মানুষকে নিয়ে। আবিদ স্বপ্ন দেখতেন এক নতুন বাংলাদেশের। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই শিল্পী আবিদ এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাঁর কণ্ঠের রবীন্দ্রসঙ্গীত ‘পাগলা হাওয়ার বাদল দিনে’সহ অনেক গান সঙ্গীতপ্রিয় মানুষের কণ্ঠে ধ্বনিত হয়। শিল্পীর সঙ্গীত এ্যালবাম ‘এতো ভালোবাসি’, ‘ভালোবাসার প্রহর’, ‘হে বন্ধু হে প্রিয়’, ‘নব আনন্দে জাগো’। প্রতি বছর শিল্পী স্মরণে শিল্পী আবিদ স্মৃতি পরিষদ ‘শিল্পী আবিদ উৎসব’সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবার করোনা বিশ্ব সংকটে ‘শিল্পী আবিদ স্মৃতি পরিষদ’ শিল্পীর দৌলতপুর মহেশ্বরপাশাস্থ সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ স্বল্প পরিসরে শিল্পী আবিদেকে স্মরণ করার কর্মসূচি গ্রহণ করেছে।