প্রথম দিনে ৮ দলের খেলা অনুষ্ঠিত : ফাইনাল আজ
ক্রীড়া প্রতিবেদক : শেখ কামাল ১ম জাতীয় মিকটোস ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে নিজ নিজ ম্যাচ জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ফুটবল একাডেমি, এসবিআলী ফুটবল একাডেমি, আব্দুল হাদী স্মৃতি ফুটবল একাডেমি ও ইন্টারমিলান ফুটবল একাডেমি। আজ শনিবার সকালে সেমি-ফাইনাল এবং বিকেল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল ৯টায় নগরীর সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে শেখ রাসেল ফুটবল একাডেমি ১-০ গোলে সামছুর রহমান ফুটবল একাডেমিকে পরাজিত করে। দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন সাদিয়া। দ্বিতীয় ম্যাচে এসবিআলী ফুটবল একাডেমি ৩-০ গোলে মুনসুর স্মৃতি ফুটবল একাডেমিকে পরাজিত করে। দলের মেহেদী হ্যাটট্রিক করেন। তৃতীয় ম্যাচে আব্দুল হাদী স্মৃতি ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩-১ গোলে এজাজ ফুটবল একাডেমিকে পরাজিত করে। চতুর্থ ম্যাচে ইন্টারমিলান ফুটবল একাডেমি ১-০ গোলে শেখ কামাল ফুটবল একাডেমিকে পরাজিত করে। দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন তৈয়েবুর। খেলায় রেফারী ছিলেন শফিকুল ইসলাম ইমন ও কামাল হোসেন।
এর আগে শেখ কামাল ১ম জাতীয় মিকটোস ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ এডভোকেট মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মিকটোস ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. আবু দাউদ মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক মো. আবুল হোসেন হাওলাদার ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হালিমা ইসলাম। এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী, নুরুল ইসলাম খান কালু, বি এম সহিদুজ্জামান, মো. দিন ইসলাম, সিলভী হারুন, লায়ন শহিদুল্লাহ ও শফিকুল ইসলাম ইমন, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, ফেরদাউস আলম, শেখ আলাউদ্দিন নাসিম, কামাল রেজা সুজা, মনির শেখ, এজাজ আহমেদ, শহিদুল ইসলাম ও রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।