জন্মভূমি রিপোর্ট
স্বামী শেখ সোহেল করোনা আক্রান্তের পর আক্রান্ত হলেন শারিন জারা হায়দারও। শনিবার তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা ভাল থাকায় তিনি বাড়িতে চিকিৎসাধীন আছেন। গত বুধবার বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল করোনা আক্রান্ত হন। তাদের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নগর যুবলীগ। আজ রবিবার দলীয় কার্যালয়েও রয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। এছাড়াও আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়রা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, করোনা মহামারীর শুরু থেকে খুলনা অঞ্চলের অসহায় মানুষের সহায়তায় তিনি ভ‚মিকা রাখছেন। বর্তমানে তিনি শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি ‘ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস’ ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের মাধ্যমে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহসহ আনুষঙ্গিক সেবা চালু করেছেন। তাঁর নির্দেশনা ও সহযোগিতায় খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।
শেখ সোহেলের সহধর্মিনী শারিন জারা হায়দারও করোনা আক্রান্ত
Leave a comment