জন্মভূমি ডেস্ক : পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশের যে দিকেই দৃষ্টিপাত করা যায় শুধুই উন্নয়নের চিত্র। দেশের মানুষ যা কল্পনাই করতে পারেনি তারও বাস্তবায়ন করছে আওয়ামী লীগ সরকার। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
বৃহস্পতিবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে কৃষকলীগ কর্তৃক আয়োজিত উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি সভাপতি-সাধারণ সম্পাদকের গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুনামগঞ্জের মানুষের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। হাওরাঞ্চলের মানুষের জন্য যে প্রকল্পই নিয়ে যাই তাতে তিনি সম্মতি দেন। শেখ হাসিনার নেতৃত্বে সুনামগঞ্জে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি আশাকরি আগামীতেও তিনি আমাকে হাওরাঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ দিবেন। আমি কোন্দলে বিশ্বাস করিনা। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।