জন্মভূমি রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা করেছে ১৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করেন ১৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি কবিতা অসিরন। সভা পরিচালনা করেন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, সামাজিক অনুশাসনের বহু কিছু যখন ভেঙে পড়ে, তখন নারী শাসন-স্নেহ সমাজের অগ্রসরতা ও উন্নয়নের পথ দেখায়। সুতরাং নারীর ভূমিকা যে শুধু মাতৃত্বে সেটি নয়। নারীর ভূমিকা আজ নেতৃত্বে, সৃজনশীলতায় ও দক্ষতায় সুপ্রতিষ্ঠিত। সরকার নারী সমাজকে সঙ্গে নিয়েই উন্নত স্মার্ট বাংলাদেশ গড়বে। সরকার নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। তিনি বলেন, বর্তমান নারী বান্ধব সরকার নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। নারীদের নিজেদের এলাকায় কাজের মধ্য দিয়ে রাজনীতিতে জায়গা করে নিতে হবে। নেতৃত্বে গ্রহণযোগ্যতা একটি বড় বিষয়। নারীর উন্নয়ন, চিন্তা চেতনার প্রতিফলন বর্তমান সরকারের কর্মকাণ্ডে অনেকটাই প্রতিফলিত হচ্ছে। নারীদের ক্ষমতায়নের জন্য সচেতন হতে হবে ঐক্যবদ্ধবভাবে। রাজনীতির বিভিন্ন পদে নারীর অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে নারীদের এগিয়ে আসতে হবে।
কর্মীসভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মুন্সি মোত্তালিব মিয়া, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, কাউন্সিলর মাহমুদা বেগম, জেসমিন সুলতান শম্পা, নূরিনা রহমান বিউটি, পূর্ণিমা। এসময়ে নুর মোহাম্মদ শেখ, কাউন্সিলর জাকির হোসে বিপ্লব, খাদিজা কবির তুলি, পারভিন ইলিয়াছ, রেজওয়ানা প্রধান, আফরোজা জেসমিন বিথী, মনোয়ারা বেগম, আঞ্জুমনোয়ারা বেগম, আরজু, হাসান, আব্দুর রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।