ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু পাকিস্তানিদের ভয় পাননি, আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা কাউকে ভয় পান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, আমরা তারই কর্মী। আমরা যা করছি তা কারও বিরুদ্ধে না, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে। এ সরকারের অধীনে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, কোনো অপশক্তি দেশে সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি করে শেখ হাসিনার সরকারকে কিছু করতে পারবে না। আমরা সত্যের পথে আছি, দেশের জনগণ আমাদের সঙ্গে আছেন। সেই সাহসে আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি সব নেতাকর্মীকে চোখ-কান খোলা রাখতে বলেছেন। বিএনপি-জামায়াত যে কোনো সময় চোরাগোপ্তা হামলা করতে পারে বলে সর্তক করেন।