জন্মভূমি রিপোর্ট
জুন মাস এলেই হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। স্বজনদের মন হয় ভারাক্রান্ত। নিজের অজান্তেই গন্ড বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। বেদনার পুঞ্জিভ‚ত কালোমেঘে আচ্ছন্ন হয়ে থাকে সমস্ত অবয়ব। আরেকটি জুন ঠিক এমনই বেদনায় নীল করে এসেছে আমাদের জীবরে। কারণ এই জুনেই শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুকে নির্মম ভাবে হত্যা করে আমাদের করা হয়েছে অভিভাবক শূন্য। আজ সেই মানুষটি নেই তবু প্রতিটি মুহূর্ত মনে পড়ছে সংগ্রাসী এ মানুষটিকে। যিনি প্রেসক্লাবে সাংবাদিকদের প্রেরণা হয়ে বিচরণ করতেন। তাদের সুখ-দুখের সাথী হতেন। দৈনিক জন্মভ‚মি সম্পাদনায় নিজেকে নিয়জিত রাখতেন। হারিয়ে যাওয়া বজ্রকঠোর আপোষহীন মানুষটির অসময়ে চলে যাওয়াটা খুলনাবাসীর জন্য বড় শূন্যতা সৃষ্টি করে দিয়েছে। আমাদের প্রতিটি কর্মে, প্রতিটি সদ্যনিষ্ঠার আন্দোলনে, পেশাগত সংকটে আমরা বারবার ফিরে যাই তাঁর কাছে।
শোকাবহ জুন
Leave a comment