জন্মভূমি রিপোর্ট
শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু আজ আর নেই। তবু তাঁর কর্ম বেঁচে আছে মানুষের মাঝে। এই কর্মের মধ্যে দিয়েই মানুষ হয়ে ওঠে স্মরণীয় – বরণীয়। এমনই একটি নাম হুমায়ূন কবীর বালু। সাংবাদিকতা আর রাজনীতির পাশাপাশি তিনি মানবতার সেবায় সারাক্ষণ নিজেকে জড়িয়ে রেখেছিলেন। মানুষের দুঃখ, কষ্ট তাঁকে ভীষণভাবে নাড়া দিত। বিপদগ্রস্তদের সহযোগিতার জন্য তিনি সাধ্যমত হাত প্রসারিত করতেন।
পথশিশুদের প্রতি শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছিল বুকভরা ভালোবাসা। সেই ভালোবাসার টানেই তিনি তাঁর প্রকাশিত সান্ধ্য দৈনিক রাজপথের দাবি’র প্রচার ও বিক্রির দায়িত্ব দিয়েছিলেন পথশিশুদের। শিশুদের কাছ থেকে পত্রিকা বিক্রির কোন কমিশন নিতেন না তিনি। ফলে পত্রিকা বিক্রি করে পথশিশুরা ভালো অর্থ রোজগার করতে থাকে। অনেক পথশিশুদের তিনি বই খাতা কেনার জন্য নিয়মিতভাবে সাহায্য করতেন। রাজপথের দাবি আজো প্রকাশিত হয় আর পথশিশুরা এখনো পত্রিকা নিতে অফিসে ভিড় জমায়- নেই শুধু তাদের বালু স্যার। শিশুরা শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে অপলক নয়নে চেয়ে থাকে, তারপর একটি দীর্ঘ নি:শ্বাস ফেলা এবং পত্রিকা হাতে রাস্তায় দূরন্ত ছুটে চলা – এটাই এখন যেন পথশিশুদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।
শোকাবহ জুন
Leave a comment