জন্মভূমি রিপোর্ট
কালো আঁধারের বুকচিরে সূর্য তার সর্বশক্তি নিয়ে উদিত হয়। সেই আলোয় আলোকিত হয় চারিদিক। সূর্যের এই রূপ পৃথিবীকে দেয় জীবনীশক্তি। এই শক্তিকেও মাঝে মাঝে গ্রাস করে কালো মেঘ। ঠিক এভাবেই এক টুকরো কালো মেঘের মত ঘাতকের বোমা কেড়ে নিল সাংবাদিক হুমায়ূন কবীর বালুর জীবন।
সাংবাদিকতা আর রাজনীতির পাশাপাশি তিনি মানবতার সেবায় সারাক্ষণ নিজেকে জড়িয়ে রেখেছিলেন। মানুষের দুঃখ, কষ্ট তাঁকে ভীষণভাবে নাড়া দিত। বিপদগ্রস্তদের সহযোগিতার জন্য তিনি সাধ্যমত হাত প্রসারিত করতেন। বীর মুক্তিযোদ্ধা, কলম সৈনিক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবীর বালু বর্বরোচিত হামলায় শহীদ হন। কিন্তু তাঁর রেখে যাওয়া শক্তি হাজার বছর ধরে সৎ, নিষ্ঠ ও বিবেকবান মানুষদের অনুপ্রেরণা যোগাবে।
শোকাবহ জুন
Leave a comment