জন্মভূমি রিপোর্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, সবার কথা কইলে কবি, এবার নিজের কথা বলো।
কবি এমন কথা বলতেই পারেন। কিন্তু সাংবাদিক? সবার খবর রাখতেই বেলা ফুরিয়ে যায়, নিজের খবর রাখা হয় না। একজন সাংবাদিকের জীবনে বিরতি চিহ্ন একবারই আসে। আর সেটি মৃত্যুর পর। তবে সবার ক্ষেত্রে এমনটি হয়না। মৃত্যুও যাকে করে রাখে অমৃতের সন্তান, তাঁরা যে অমর। দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা সম্পাদক হুমায়ূন কবীর বালু মৃত্যুকে জয় করে হয়ে রইলেন মৃত্যুঞ্জয়ী। আপন কর্মের মাধ্যমে তিনি হয়ে থাকলেন সবার কাছে অবিস্মরণীয়। সাংবাদিকতায় অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে সম্মানিত করেছেন। ঘাতকের বোমা এই জুনেই কাঁকে কেড়ে নিয়েছিল। কিন্তু তাঁর সেই দরাজ গলা আর উদাত্ত আহবান আজো আমাদের উজ্জীবিত করে বলে ভয় নাই-ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।