বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখরোচক চর্চা চলতেই থাকে নেটদুনিয়ায়। তার প্রেম, বিয়ে নিয়ে নেটিজেনদের চর্চার শেষ নেই। যদিও এসব নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই নায়িকার। তবে এবার সবকিছুকে পেছনে ফেলে নিজেকে সিঙ্গেল এবং ভার্জিন বলে দাবি করলেন শ্রাবন্তী। তার কথায়, আমি প্রপার সিঙ্গেল। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ব্যবহার করা অভিনেত্রীর এমন কথা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনার ঝড় উঠেছে। তিন বিবাহ করে চার নম্বর সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। আর বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্বের বিষয়। সবটা নিয়েই ইতিমধ্যে নায়িকা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আলোচিত হচ্ছেন।
শ্রাবন্তী কবে চতুর্থ বিয়ে করছেন জানতে চাইলে জবাবে তিনি বলেন, আমি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছি, পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। আমি এখন পর্যন্ত ভার্জিন, মনের দুঃখ-কষ্ট কেউ বোঝার চেষ্টা করে না। তার এমন মন্তব্যে নেটিজেনরা রীতিমতো চমকে গিয়েছেন। উল্লেখ্য, অভিনেত্রী প্রেম করেই তিন তিনটি বিয়ে করলেও, এখন সবটাই অতীত! মাঝে অভিনেত্রীর চতুর্থ প্রেমের গুজব উঠলেও তা এখন শেষের দিকে।