By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
Reading: সংখ্যালঘু নয়, নিজেকে দেশের নাগরিক ভাবুন: প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সংখ্যালঘু নয়, নিজেকে দেশের নাগরিক ভাবুন: প্রধানমন্ত্রী
জাতীয়

সংখ্যালঘু নয়, নিজেকে দেশের নাগরিক ভাবুন: প্রধানমন্ত্রী

Last updated: 2022/08/19 at 1:03 AM
করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মের মানুষের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কখনও নিজেদের ধর্ম পালন করতে গিয়ে ছোট মনে করবেন না। আপনারা এ দেশের সন্তান, এ দেশের নাগরিক। সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং সেই আত্মবিশ্বাস নিয়ে চলবেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে শুভ জন্মষ্টমী’ উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকেশ্বরী মন্দির এবং চট্টগ্রাম জে এম সেন হল প্রান্তে যুক্ত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বিষয়টি আমাদের দেশের এক শ্রেণির মানুষ কোনোদিনই মেনে নিতে পারেনি জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কিন্তু আওয়ামী লীগ সবসময় সেই জাতির পিতার সেই চেতনায় বিশ্বাস করে। এখানে সব ধর্মের সমান অধিকার থাকবে। আমাদের ¯েøাগান হলো ধর্ম যার যার উৎসব সবার।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এখানে একটি ব্যতিক্রমধর্মী দেশ। এখানে উৎসবে সবাই সমবেত হয়। সেই উৎসব উদযাপন করে। সেটা আমাদের ঈদের সময় সকলে যেমন একসঙ্গে মিলিত হই, আবার যে কোনো পুজা বা যিশুখ্রিস্ট্রের জন্ম বা যে কোনো অনুষ্ঠানেই আমরা সবাই কিন্তু সমানভাবে থাকি।’ তিনি বলেন, ‘যখনই কোনো ঘটনা ঘটে, আমাদের পক্ষ থেকে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। তবে একটা জিনিস আমি দুঃখের সঙ্গে বলছি, যখন কোনো একটা ঘটনা ঘটল, ঘটনাকে এমনভাবে দেশে-বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে এমনভাবে প্রচার করা হয় মনে হয় যেন এদেশে হিন্দুদের কোনো অধিকারই নেই। কিন্তু ঘটনার পরে অ্যাকশনগুলো, তারা যেই হোক, তাকে গ্রেফতার করি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয় না। প্রচারটা করা হয় এই দেশে হিন্দুরা বুঝি ভীষণ খারাপ অবস্থায় আছে।’
আশির দশকে, নব্বই দশকে সংখ্যালঘুদের ওপর বিভিন্ন নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরেন এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত চার দলীয় জোট সরকার গঠন করলে সারাদেশে বিভিন্ন জায়গায় অসাম্প্রদায়িক চেতনার মানুষের ওপর আঘাত নেমে আসে বলেও স্মরণ করিয়ে দেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘তখন কিন্তু প্রত্যেক ধর্মের মানুষের ওপর আঘাত এসেছে। অর্থাৎ যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, ধর্মীয় নিরপেক্ষতায় বিশ্বাস করে তাদের ওপরেই কিন্তু আঘাত এসেছে। তখন মানুষকে জীবন দিতে হয়েছে, পাশবিক অত্যাচারের শিকার হয়েছে।’
‘আমরা মানবধর্মেই বিশ্বাস করি। শ্রীকৃষ্ণ কিন্তু তাই চেয়েছিলেন, দুষ্টের দমন শিষ্টের পালন। এটিই ছিল তার লক্ষ্য। তিনিও কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করতেন। তেমনি মহানবী (সা.) সবসময় সব ধর্মের সমান অধিকারের কথা বলেছেন এবং তিনি তা বিশ্বাস করতেন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘যার যার ধর্ম সে পালন করবে এবং আমরা সেই চেতনায় বিশ্বাস করি। কারও ধর্মীয় অনুভ‚তিতে আঘাত দিয়ে কোনো কথা বলা ঠিক না। ধর্ম হচ্ছে মানুষের বিশ্বাস। মানুষ যেটি বিশ্বাস করে। আমরা যদি বিশ্বাস করি আল্লাহ এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেছেন, অবশ্যই এটি বিশ্বাস করতে হবে। ধর্ম বর্ণ যাই থাকুক না কেন কার মধ্যে কি শক্তি আছে সেটি আমরা জানি না। সৃষ্টিকর্তাই জানেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ। এই দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। সেই নীতি নিয়েই আমরা প্রতিটি গৃহহীন মানুষকে ঘর বানিয়ে দিচ্ছি। জীবন-জীবিকার জন্য নগদ অর্থ দিচ্ছি। ট্রেনিং দিচ্ছি এবং তাদের সব ধরনের সুবিধা করে দিচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘সেটি আমরা কোনো সম্প্রদায়ভিত্তিতে করছি না। সবার জন্য করছি, সার্বজনীনভাবে করছি। অর্থাৎ মানবতা প্রেম, মানবতার জন্য কাজ করা মানবতার উন্নতি করা এটাই আমাদের লক্ষ্য। এটিই আমরা বিশ্বাস করি। আর সেই বিশ্বাস নিয়ে চলি। কাজেই আমরা এখানে চাই যে আমাদের সব ধর্মের মানুষের অধিকার নিয়ে সমানভাবে বসবাস করবে।’
সনাতন সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এই দেশের মানুষ। এই মাটিতে আপনাদের সবার অধিকার। আমারও যতটুকু অধিকার, আপনাদেরও সেই অধিকার। দেশের মাটিতে সবার সমান অধিকার আছে। কাজেই কখনও নিজেদের সংখ্যালঘু বা ওইরকম মনে করবেন কেন?’
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা মনে করবেন আপনারা এই দেশেরই নাগরিক। সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরা সেইভাবেই আপনাদেরকে দেখতে চাই। কখনো নিজের ভিতরের এই হীনমন্যতা নিয়ে আসবেন না। বরং নিজেদেরকে আলাদা কিছু ভাববেন না। ভাববেন, এই দেশের আপনারা নাগরিক, আপনারা মালিক আমরা সবাই। যারা এই দেশে জন্মেছি তারা, এদেশে বসবাস করি, এদেশের নাগরিকত্ব পেয়েছি। কাজেই নাগরিক হিসেবে আমাদের সমান অধিকার থাকবে।’
শেখ হাসিনা বলেন, ‘আজকে আমরা একটা কঠিন সময় পার করছি। একদিকে দুই বছরে করোনার যে ধাক্কাটা সারাবিশ্বে অর্থনীতির ওপর বিরাট প্রভাব ফেলেছে। তার ওপর মরার ওপর খরার ঘাঁ, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। স্যাংশন পাল্টা স্যাংশন। তার ফলে আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আজকে ইউরোপে, ইংল্যান্ডে ইনফ্লুয়েশন দেখলাম ১০দশমিক এক ভাগে উঠে গেছে। প্রতিটি দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা আমাদের যেসব জিনিস আমদানি করতে হয় তার দামও যেমন বেড়েছে, পরিবহন খরচও বেড়েছে। কাজেই আমাদের কিছু কৃচ্ছ্রতাসাধন করতে হবে। আমি জানি আমাদের তেলের দাম বাড়িয়েছি। ফলে দ্রব্যমূল্য বেড়ে গেছে। যেটি স্বাভাবিকভাবে বাড়ার কথা, কেউ আবার একটু অধিক মুনাফার জন্য কিছু অতিরঞ্জিত করছে। কাজেই আমরা মনিটরিংয়ের ব্যবস্থা করছি, আমরা খোঁজখবর নিচ্ছ।’
বিত্তশালীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘কেউ আরাম আয়েশে থাকবে আর কেউ কষ্ট পাবে সেটা তো হবে না। সকল মানুষ সমান অধিকারটা ভোগ করবে এবং যারা বিত্তবান তাদের দায়িত্ব হচ্ছে নিম্নবিত্তদের প্রতি নজর দেয়া। তাদের পাশে দাঁড়ানো।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।

- Advertisement -
Ad image
করেস্পন্ডেন্ট August 19, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিধ্বস্ত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক!
Next Article দেশকে বৈশ্বিক পরিস্থিতির মূল্য দিতে হচ্ছে : ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

May 2023
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
« Apr    
আরো পড়ুন
খুলনাতাজা খবর

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দোয়া ও স্মরণানুষ্ঠান

By স্টাফ রিপোর্টার 50 mins ago
তাজা খবরসাতক্ষীরা

তালায় চুরি সংঘটিত

By স্টাফ রিপোর্টার 2 hours ago
জাতীয়তাজা খবর

অংশগ্রহণমূলক নির্বাচনে মার্কিন ভিসানীতি সহায়ক হয়েছে: তথ্যমন্ত্রী

By স্টাফ রিপোর্টার 11 hours ago
- Advertisement -
Ad imageAd image

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়তাজা খবর

অংশগ্রহণমূলক নির্বাচনে মার্কিন ভিসানীতি সহায়ক হয়েছে: তথ্যমন্ত্রী

By স্টাফ রিপোর্টার 11 hours ago
জাতীয়তাজা খবর

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির পরাজয় হবে: কাদের

By স্টাফ রিপোর্টার 11 hours ago
জাতীয়তাজা খবর

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি : পররাষ্ট্রমন্ত্রী

By স্টাফ রিপোর্টার 12 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

আইটি ও মেইনটেন্যান্স : Proxima Infotech IT

স্বত্ব © দৈনিক জন্মভূমি

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?