যশোর প্রতিনিধি : জনপ্রিয় সংবাদ পাঠিকা কানিজ ফাতেমা পাখি ধারাবাহিক সফলতা অর্জন করে আসছে।কনিষ্ঠ এই জনপ্রিয় সংবাদ পাঠিকা কানিজ ফাতেমা (পাখি), ওপেন স্কলারশিপে পঞ্চম শ্রেণী তে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। কানিজ ফাতেমা পাখি যশোর বর্ডার গার্ড পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।কানিজ ফাতেমা (পাখি) নার্সারি থেকে ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করে আসছে।
জনপ্রিয় কনিষ্ঠশিশূ সংবাদ পাঠিকা কানিজ ফাতিমা (পাখি) যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রভাত ফেরী পত্রিকার ভিডিও নিউজের সংবাদ পাঠিকা।
ও জাগরণী টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামের একমাত্র সন্তান।পাখি সবার দোয়া কামনা করেছেন।