জন্মভূমি ডেস্ক : সংবিধানকে কবর দেওয়ার বক্তব্যের প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ৭১-এর বীর শহীদদের রক্তের উপর লেখা সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিল যোগ্য। তবে কবর দেওয়ার কথা বলা ফ্যাসিবাদী আচরণ। গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘চব্বিশের গণআন্দোলনকে একক ভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা কক ব্র্যান্ডিং করার চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘শহীদের রক্ত দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয়, তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের কাছে অনুরোধ জানাবো কথাগুলো বুঝার চেষ্টা করবেনম ভুল বুঝবেন না। এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদীর মুখ থেকে আসে।’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কথা বলারও আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আগুন, ‘এই যে আনসার, বিদ্রোহ ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না। কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে। তারা আজকে এই যারা নাকি উপদেষ্টাবৃন্দ আছেন তাদের সহযোগী হয়ে আছেন। সবাইকে কিন্তু আমরা চিনি।’
সংবিধান কবর দেয়ার কথা বলা ফ্যাসিবাদী আচরণ: মির্জা আব্বাস

Leave a comment