বিশেষ প্রতিনিধি
নগরীতে বছর জুড়েই থেমে-থেমে চলে পানি, বিদ্যুৎ, রাস্তা, ড্রেন ও ফুটপাতসহ বিভিন্ন সেবা সংস্থার উন্নয়ন কাজ। আর কাজ করতে গিয়ে খোঁড়াখুঁড়িতে সড়ক এখন ভাঙাচোরা। ফলে দীর্ঘস্থায়ী বিড়ম্বনার শিকার হচ্ছে নগরবাসী। নাগরিক নেতারা বলছেন উন্নয়ন কাজের সমন্বয়হীনতার কারণে এমন জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। মহানগরীর ছোট-বড় অধিকাংশ সড়ক অলিতে-গলিতে ৪/৫ বছর ধরে সড়ক নির্মাণ, উঁচুকরণ, ড্রেন, কালভাট নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে অনেক সড়কের কাজ প্রায় শেষপর্যায়। এখন কার্পেটিং বা নীট ফিনিসিং এর কাজ বাকি রয়েছে। এ অবস্থায় খুলনা ওয়াসার পয়:নিষ্কাশন প্রকল্পের মাধ্যমে পাইপ বসানোর কাজ শুরু হওয়ায় বিপাকে পড়েছে নগরবাসী। নাগরিক নেতারা বলছেন যেমন অর্থ অপচয় হচ্ছে তেমন নাগরিক ভোগান্তিও বাড়ছে। উন্নয়ন কাজে সমন্বয়হীনতার কারণে এমন জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। সেবা খাতের সাথে জড়িতদের মধ্যেও সমন্বয়তার মাধ্যমে ভবিষ্যতে উন্নয়নের কাজ এগিয়ে যাবে এমন প্রত্যাশা নগরবাসীর।
নাগরিক নেতা এড. বাবুল হাওলাদার বলেন, অর্থ অপচয় আমাদের যেমন হচ্ছে। ভোগান্তির স্বীকারও আমরা সারা বছর হচ্ছি। এটি দীর্ঘদিনের একটা ট্রেডিশন চলে আসছে। যদি সমন্বয় সাধন না করা যায় দপ্তরসমূহের মধ্যে, তাহলে এ সমস্যার সমাধান হবে না জনগণের। অর্থ অপচয় হবে। প্রকৃত অর্থে কোন কাজে আসবে না।
সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক আব্দুল আজিজ বলেন, ওয়াসা কর্তৃপক্ষ রাস্তায় পাইপ বসানোর কাজ শেষ করতে না পারায় সিটি কর্পোরেশন পীচ ঢালাই দিতে পারছে না। ওয়াসা খুড়বে, কিন্তু খোড়ার জায়াগাটা যাতে রিপিয়ারিং করা যায় ওয়াসা কর্তৃপক্ষ সেই টাকা দিবে। অথবা তারাই রিপিয়ারিং করে দিবে। সেই জন্য রাস্তা রিপিয়ারিংৎর কাজ সিটি কর্পোরেশন আপাতত বন্ধ রেখেছে। ওয়াসার পাইপ লাইন বসানোর কাজ শেষ হলে তখন সিটি কর্পোরেশন রিপিয়ারিং’র কাজ করবে।
এদিকে ওয়াসা কর্তৃপক্ষ বলছে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে, আধুনিক টেকনোলজি ব্যবহার করে দ্রæত কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ এ প্রতিবেদককে বলেন, আধুনিক টেকনোলজির মাধ্যমে বোর করে মাটির নিচ দিয়ে আমরা বসাইতে পারি সেটার ব্যবস্থা আমাদের প্রকল্পের মধ্যে আছে। স্বাভাবিকভাবে আমরা সবসময় খেয়াল রাখি যে, জনদুর্ভোগ যাতে একদম মিনিমাম পর্যায় থাকে। সেই সাথে কাজটাও যত দ্রæত সম্পন্ন করা যাবে দুর্ভোগও তত কম হবে।
সমন্বয়হীন উন্নয়ন : নগরজুড়ে খোঁড়াখুঁড়ি
Leave a comment