পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সাংবাদিকতার পাশাপাশি সমাজের নানামুখী কাজ করার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন সাংবাদিক হাসান মামুন, সামাজিক কাজে অবদান রাখায় পিরোজপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আরিফ মুর্শিদ মিশু এবং জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক ইকবাল কবির ছাড়াও ৩ জনকে এই সম্মাননা স্বারক দেয়া হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর সহযোগিতায় কৈশোর কর্মসূচির আওতায় কৈশোর মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। কৈশোর মেলায় স্টলগুলোতে নানা ধরনের শিক্ষানীয় বিষয় প্রদর্শন করা হয়। আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিব ম্যাজিস্টে আরিফ মুর্শিদ মিশু। কৈশোর কর্মসূচি উপজেলা প্রোগ্রাম অফিসার জয় কুমার ঘোষের সভাপতিত্বে রিক-বরিশাল যোন এর যোনাল ম্যানেজার এ.বি.এম জাহিদুল কবির, রিকএর সদর উপজেলা এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান ও শংকর দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।