ডেস্ক নিউজ : গণঅভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি- এমন দাবি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন অন্তর্বর্তী সরকারও চায়, তবে এর আগে সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে সেটাই স্বাভাবিক। একই সঙ্গে তারা সংস্কারের দাবিকেও অস্বীকার করছে না। তারা দ্রুত নির্বাচন চায়। কিন্তু সেটি খুব দ্রুত সম্ভব নয়। আবার দেরিও হচ্ছে না।
আজ সোমবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় উপদেষ্টা বলেন, সরকারের প্রত্যাশা- রাজনৈতিক দলগুলো সংস্কারের দাবির প্রতি সম্মান রাখবে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই সরকারই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে কিনা তা বলা যাবে সুপারিশ জমা হওয়ার পর।
তিনি আরও বলেন, ডিসেম্বরে সংস্কার কমিশন সুপারিশ জমা দেবে। এই সরকারের তিন মাস হয়েছে মাত্র। রাজনৈতিক দলগুলোও এখনই নির্বাচন চাচ্ছে বলে মনে হয় না।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, কৌশলগত কারণে তাকে উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে।
এদিকে একই দিন প্রথম কর্ম দিবসে নয়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, আমরা সঠিক পথে চলছি। আশা করছি মন্ত্রণালয়ের গতি বাড়বে। তার আশা, নভেম্বরে কোনো দুর্যোগ না হলে আমনের ফলন ভালো হবে।
তিনি জানান, চালের ক্ষেত্রে আমরা বেসরকারি খাতকে ফ্যাসিলিটেট করছি। সরকারিভাবেও আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। তা শিপমেন্টের পর্যায়ে আছে।
নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়া, ডায়ালগ চলছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যা-ই বলুক না কেন, সরকার চাপহীনভাবে তার কাজ করছে।