রূপসা প্রতিনিধি : সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শতভাগ সাফল্য অর্জন করেছে। দলীয় নেতা-কর্মীদের দায়িত্ব হচ্ছে উন্নয়নের বর্তমান সফলতা মানুষের কাছে তুলে ধরা। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার সময়ে সোনার বাংলা বিনির্মাণে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ এমন কোনো খাত নেই, যেখানে পরিকল্পিত উদ্যোগ ও কার্যক্রমের বাস্তবায়ন করেননি। তিনি সোমবার বেলা ১১টায় রূপসা উপজেলার সরকারী বঙ্গবন্ধু কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
উপজেলার সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনোজ কান্তি মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ, রূপসা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফ,ম, আঃ সালাম, রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন। বঙ্গবন্ধু কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তৃতা করেন প্রভাষক মোঃ মাহমুদ হোসেন, বিকাশ চন্দ্র রায় প্রমুখ।