জন্মভূমি রিপোর্ট
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমান লকডাউনকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশব্যাপি কর্মহীন দুঃস্থ ও অসহায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সকল সরকারি সহায়তা সুষ্ঠভাবে সারাদেশে বিতরণ করা হচ্ছে। খুলনাতেও আমরা বিভিন্নœ শ্রেণিপেশার মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ করেছি। বর্তমান সরকার সবসময় জনগনের পাশে রয়েছে। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি বিত্তশালী ও নেতাকর্মীদের দুঃস্থ ও অসহায়দের সহায়তায় এগিয়ে আসা উচিত। বিত্তবানরা যার যার সামর্থ্য অনুযায়ী সহায়তায় এগিয়ে আসলে কর্মহীন মানুষেরা করোনাকালীন সময়ে ভালভাবে জীবনযাপন করতে পারবে। তিনি সমাজের বিত্তবানদের অসহায়দের সহযোগীতায় এগিয়ে আসার আহŸান জানান।
রোববার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব বাবু সুজিত রায় নন্দী প্রেরিত মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (ফেস মাস্ক ৫০০০ পিছ, লাক্স সাবান ৪৩২ পিছ) গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-কমিটির সদস্য মোল্লা মো: আমিনুর লিটন, দৌলতপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এম এ সেলিম, খুলনা-২ আসনের সংসদ সদস্যের এপিএস ড. সাঈদুর রহমান, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোল্লা ইখতিয়ার।