জন্মভূমি রিপোর্ট
সরকার নতুন উদ্যোক্তা সৃষ্টিতে জোর দিচ্ছে। নারী উদ্যোক্তাদের সুবিধার জন্য সরকার বিশেষ নীতিমালাও করেছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। ৭৫ সফল সেরা নারী উদ্যোক্তাকে দেয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি আরও বলেন, নারীদের পুরস্কৃত করা নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। তাই খুলনা উদ্যোক্তা পরিবারের মতো সকল সংগঠনের এগিয়ে আসা উচিত।
খুলনা উদ্যাক্তা পরিবার আয়োজনে শুক্রবার বিকাল চারটায় নগরীর একটি মিকনায়তনে সফল উদ্যোক্তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারজানা সাথী।
বিশেষ অতিথি ছিলেন, নারী উদ্যোক্তা চিশতি মোস্তারি বানু, তারানা তাবাস্সুম শোভা, উম্মুর রেদা প্রমুখ।
সরকার নতুন উদ্যোক্তা সৃষ্টিতে জোর দিচ্ছে: কেসিসি মেয়র
Leave a comment