আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন (ওয়াশ) ব্লকের উদ্বোধন করা হয়েছে। বুধবার স্কুল ক্যাম্পাসে ব্লকের শুভ উদ্বোধন করা হয়।
স্কুলের ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন সেক্টরে আমুল পরিবর্তন ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন করেন, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক সঞ্জয় কুমার দাশ। অনুষ্ঠানে সাংবাদিক মানিক চন্দ্র বাছাড়, সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরীয়া, সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমারসহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।