বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: মুন্সি মাহবুব আলম সোহাগ স্মরণসভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। স্মরণসভার শুরুতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় বক্তৃতা করেন ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, মো: সাহেব আলী, মল্লিক সুধাংশু, এস এম কামাল হোসেন, সোহরাব হোসেন, মো: শাহ আলম, দেবনাথ রনজিৎ কুমার, কৌশিক দে, দীলিপ কুমার বর্মন, ক্লাবের অস্থায়ী সদস্য প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম কাজল, সুনীল কুমার দাস, শেখ মাহমুদ হাসান সোহেল, আসাদুজ্জামান খান রিয়াজ, রকিব উদ্দিন পান্নুু, আলমগীর হান্নান, ওয়াহেদ-উজ-জামান বুলু, মোহাম্মদ মিলন, এস এম নূর হাসান জনি, শেখ আব্দুল হামিদ, রিংটন মন্ডল, মো: মাহফুজুল আলম (সুমন), মো: জাকারিয়া হোসেন তুষার, তিতাস চক্রবর্তী, মো: আজিজুল ইসলাম, মো: রকিবুল ইসলাম মতি, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), শশাংক স্বর্ণকার, মো: রায়হান মোল্লাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে বেলা সাড়ে ১১টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার পরিবারের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে সাংবাদিক মানিক চন্দ্র সাহার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।