যশোর অফিস : সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য শহিদুল ইসলাম দইচকে যশোর পুরাতন কসবা এলাকার জনৈক চুন্নুসহ অজ্ঞাত কতিপয় সন্ত্রাসী প্রাণনাশের হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে বুধবার যশোর কোতয়ালী থানায় একটি জিডি করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি এম. আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামানসহ নেতৃবৃন্দ সাংবাদিক শহিদুল ইসলাম দইচকে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এ ঘটনা তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।