শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : ঘূর্ণিঝড় মিধিলি,র চারদিন পরে মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে ভাসমান ফিশিংবোটসহ দুই জেলে উদ্ধার হয়েছে। অপরদিকে, ঝড়ের কবলে পড়ে সাগরে পাঁচদিন ধরে নিখোঁজ ৯ জেলেসহ ফিশিংবোটের সন্ধান পাওয়া যায়নি।
দুবলা ফিসারমেন গ্রুপের ব্যবস্থাপক ফরিদ আহমেদ শিকদার মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দুবলার মাঝেরকেল্লা থেকে মোবাইল ফোনে বলেন, আলোরকোলের জেলেরা গভীর সাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার সকালে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান “”এফবি ভাই ভাই ” নামে একটি ফিশিংবোটসহ দুই জেলেকে উদ্ধার করে আলোরকোলে নিয়ে আসে। উদ্ধার হওয়া দুই জেলে হচ্ছে, কক্সবাজারের চকোরিয়ার গোড়ামিয়া (২২) ও সন্দ্বীপের, আলামিন (২৮)। উদ্ধার হওয়া ফিশিংবোটের মালিক চট্টগ্রামের বাশখালীর মোজাফফর বহদ্দার। এই ফিশিংবোটে থাকা অপর ৬ জেলে ঝড়ের সময় সাগরে পড়ে যায় তাদেরকে মহিপুর এলাকার একটি ফিশিংবোট উদ্ধার করে নিয়ে যায় বলে ফরিদ শিকদার জানিয়েছেন।
অপর দিকে, দুবলার মাঝেরকেল্লার মতস্য ব্যবসায়ী মোজাফফর বহদ্দার জানান, গত ৫ দিনেও সন্ধান মেলেনি সাগরে ঝড়ের কবলে পড়ে ৯ জেলেসহ নিখোঁজ তার মালিকানাধীন অপর ফিশিংবোট “এফবি আল্লার দান” এর।
সাগরে ভাসমান ফিশিংবোটসহ দুই জেলে উদ্ধারঃ এখনো নিখোঁজ ৯
Leave a comment