জন্মভূমি ডেস্ক
নিম্নচাপো প্রভাবে বঙ্গোপসাগরে নিখোঁজ পিরোজপুরের পাঁচ ট্রলারের মধ্যে তিনটির সন্ধান পাওয়া গেছে। তবে ইন্দুরকানী উপজেলার ৩০-৩২ জেলেসহ দুটি ট্রলার এখনো নিখোঁজ রয়েছে।
আমাদের মোংলা প্রতিনিধি জানান, রোববার (২১ আগস্ট) সকালে উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে যোগাযোগ করে তাদের এলাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস।
তিনি বলেন, পিরোজপুর সদর, ইন্দুরকানী ও ভান্ডারিয়া উপজেলা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৃহস্পতিবার আটটি মাছ ধরার ট্রলারসহ অনেক জেলে নিখোঁজ হয়। পরে আমরা শনিবার বিকেলের দিকে দুটি ট্রলারের সঙ্গে যোগাযোগ করতে পারি। শনিবার রাতে এক জেলেসহ ট্রলার সদর উপজেলার পাড়েরহাট বন্দরে ফিরে আসে।
একটি ট্রলার নিখোঁজ থাকায় সকালে দুটি ট্রলারের জেলে এক ট্রলারে ফিরে আসে। আর একটি ট্রলারের জেলেদের বিভিন্ন স্থান থেকে অন্য মাছ ধরার ট্রলার উদ্ধার করে ভারতের কেদো এলাকায় নিয়ে যায়। তাদের দ্রæত সময়ের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ৩০-৩২ জন জেলেসহ নিখোঁজ আর দুটি ট্রলারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী জানান, আমরা জেলে নিখোঁজের খবর পেয়ে সঙ্গে সঙ্গে কোস্টগার্ডসহ অন্য মৎস্য বন্দরে যোগাযোগ করি। পরে কিছু জেলে নিজেরা ট্রলার নিয়ে ফিরে এসেছে। আর কিছু জেলে ভারতের কেদো এলাকায় রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের দ্রæত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
\ ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা দুটি ট্রলারসহ ৪৪ জেলেকে উদ্ধার \
আমাদের মোংলা প্রতিনিধি মো: হাসান গাজী আরো জানান, বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা দুটি দেশী ফিসিং ট্রলার সহ ৪৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সামুদ্রিক ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জেলে সহ ট্রলার দুটি পথভ্রস্ট হয়ে টানা ৫ দিন গভীর সমুদ্রে ভাসছিল। উদ্ধার হওয়া জেলেদের রসদ সরবরাহ সহ কোস্ট গার্ড হেফাজতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জেলেদের সকলে সুস্থ রয়েছেন। রোববার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৬ আগস্ট লক্ষীপুর জেলার রামগতি হতে ২১ জন জেলেসহ “রিভার মেট” ফিসিং ট্রলার মাছ ধরার জন্য সমুদ্রে গমন করে। গত ১৭ আগস্ট বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ২১ আগস্ট কোস্ট গার্ড জাহাজ পটুয়াখালী টহলরত অবস্থায় সুন্দরবনের আকরাম পয়েন্টের অদূরে ত্রিকোণা দ্বীপের নিকট হতে ২১ জন জেলেসহ “রিভার মেট” নামক একটি ফিশিং ট্রলারটিকে উদ্ধার করে। ফিসিং ট্রলারটি উদ্ধারের পর জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়। উদ্ধারকৃত জেলেরা সকলেই (২১জন) লক্ষীপুর জেলাধীন রামগতি থানার বাঁশখালী উপজেলার বাসিন্দা।
অপর একটি উদ্ধার অভিযানে রোববার সকাল সাড়ে ১০ টায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশন নিজামপুর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর সাগরের মোহনার আনুমানিক ৬ নটিক্যাল মাইল দূর হতে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে ফিসিং ট্রলার “এফ ভি মায়ের দোয়া”। এ ট্রলারটি সহ ২৩ জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড।
\ নিখোঁজ ৬৫ জেলেকে উদ্ধার করেছেন ভারতীয় জেলেরা \
আমাদের শ্যামনগর প্রতিনিধি মো: সিরাজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া ৬৫ জেলে ও তিনটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছেন ভারতীয় জেলেরা। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ৬৫ জেলে ও তিনটি মাছ ধরার ট্রলার সাতক্ষীরা বন বিভাগের কাছে হস্তান্তর করেন তারা।
বন বিভাগ ও উদ্ধারকৃত জেলেদের ভাষ্যমতে, ঝড়ের কবলে পড়ে বরগুনা ও পাথরঘাটার পাঁচটি মাছ ধরার ট্রলার। এর মধ্যে দুটি ডুবে নিখোঁজ হন ২৪ জেলে। অপর তিনটি ট্রলারে ৪১ জেলে ভাসতে ভাসতে ভারতের সীমানায় পৌঁছায়। ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে বন বিভাগের হলদিবুনিয়া অফিসে পৌঁছে দেন। পাশাপাশি ডুবে যাওয়া দুটি ট্রলারের ২৪ জেলেকে উদ্ধার করে বন বিভাগের হলদিবুনিয়া অফিসে পৌঁছে দেন ভারতীয় জেলেরা।
বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নুর আলম বলেন, ভারতীয় জেলেরা এ পর্যন্ত ৬৫ জেলে ও তিনটি মাছ ধরার ট্রলার আমাদের কাছে হস্তান্তর করেছেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে বেশ কিছু মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এর মধ্যে ৬৫ জেলে ও তিনটি মাছ ধরার ট্রলার ভারতীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার করেছে বন বিভাগের হলদিবুনিয়া অফিস। উদ্ধার অধিকাংশ জেলের বাড়ি পিরোজপুর ও বরগুনার পাথরঘাটায়।
বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উদ্ধারকৃত জেলেদের কাছে থেকে অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
সাগরে ৩ ট্রলার উদ্ধার, এখনো নিখোঁজ ৩০ জেলে
Leave a comment